+88-01714-325956 hatbakso@gmail.com

ইদ্রাকপুর কেল্লা মুন্সীগঞ্জ শহরে অবস্থিত একটি মোঘল স্থাপত্য। ঐতিহাসিকদের মতে বাংলার সুবাদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা ষোলশ শতকের দিকে কেল্লাটি নির্মাণ করেছিলেন ঢাকাকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য। ঢাকাকে রক্ষা করার জন্য মোট তিনটি জলদুর্গ নির্মাণ করা হয়েছিলো, যার মধ্যে ইদ্রাকপুর কেল্লা অন্যতম। আকারে অন্য দু’টি কেল্লা থেকে কিছুটা ছোট ইদ্রাকপুর কেল্লা।

Fort

কথিত আছে ইদ্রাকপুর কেল্লার সাথে সুড়ঙ্গপথে লালবাগ দুর্গের সংযোগ ছিল, যদিও বাস্তবে তার কোন প্রমাণ পাওয়া যায়নি। কেল্লার ভেতর থেকে শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কোণাকার ফোঁকর রয়েছে। মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশে ৩৩ মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে।

Fort

কেল্লাটির তিন কিলোমিটারের মধ্যেই ইছামতী, ধলেশ্বরী, মেঘনা এবং শীতলক্ষা নদীর অবস্থান। ১৯০৯ সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়, মোঘল স্থাপত্যের অনন্য নিদর্শন ইদ্রাকপুর কেল্লা। এক সময় ইদ্রাকপুর দূর্গে মহকুমা প্রশাসনের বাস ভবন (১৮৪৫-১৯৮৪)ছিল। পরবর্তীতে এটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পুরাতত্ত্ব বিভাগের আওতাভুক্ত হয়।

 

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop