

প্রতিটি আন্দোলনের ভাষা হলো স্লোগান, যা ওই বিশেষ সময়ের বিবেচনায় হয়ে ওঠে জনগণের মত প্রকাশের অন্যতম মাধ্যম। মুখে মুখে ছড়িয়ে পড়া স্লোগানগুলো হয়ে ওঠে আন্দোলনকারীদের দাবির প্রতীক। গত জুলাই মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, ঘটনাপ্রবাহে যা পরবর্তীতে সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়, সেখানেও স্থান করে নিয়েছিলো কিছু স্লোগান যা আন্দোলনকারীদের মধ্যে বারুদের মতো কাজ করে।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে গত ১ জুলাই আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রথমে আন্দোলন শান্তিপূর্ণ হলেও, আন্দোলনকারীদের উপর দমননীতি ধীরে ধীরে আন্দোলনকে সহিংস করে তোলে। ৩৬ দিনের আন্দোলনের শেষ ৩ সপ্তাহে তৈরি হয়েছে নতুন নতুন স্লোগান, দাবির ভাষা বদলেছে বারংবার।
‘চাইলাম অধিকার হয়ে, হয়ে গেলাম রাজাকার’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ এবং ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ এমন অসংখ্য স্লোগানে মুখর হয়েছে রাজপথ। আন্দোলনের গতি আরও তীব্র হয়ে ওঠে যখন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ ১৬ জুলাই নিহত হন। তখন থেকেই মানুষের মুখে মুখে ছড়িয়ে ‘আমার খায়, আমার পরে, আমার বুকেই গুলি করে’; ‘তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে’; ‘বন্দুকের নলের সাথে ঝাঁজালো বুকের সংলাপ হয় না’ এবং ‘লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইড়া দে’ এই স্লোগানগুলো।
শুধু যে নতুন নতুন স্লোগানে আন্দোলনের গতি তরান্বিত হয়েছে তা নয়, ফিরে এসেছে আগের প্রজন্মের নানান স্লোগান। ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’; ‘যে হাত গুলি করে, সে হাত ভেঙে দাও’;‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’; ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’; স্লোগানগুলো সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছিলো দাবি আদায়ের হাতিয়ার।
জুলাই বিপ্লবে জাতি, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে যোগ দিয়েছিলেন বাংলাদেশের আপামর জনতা। ৩ আগস্ট আন্দোলনে যোগ দিয়েছিলেন রিকশাচালকেরা। কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর বিভিন্ন জায়গা প্রকম্পিত হয়ে উঠেছিলো ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’ এবং ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ রিকশাচালকদের মুখে এমন নানান স্লোগানে।
যুগে যুগে প্রতিটি আন্দোলন এভাবেই পেয়েছে পরিপূর্ণতা স্লোগানে স্লোগানে। মানুষ দেখেছে মুক্তির পথ।
Leave a Reply
You must be logged in to post a comment.